কি এক অচিন পাখী পুষিলাম খাঁচায়।
না হল জনম-ভরে তার পরিচয়।
পাখী রাম রহিম বুলি বলে,
ধরে সে অনন্ত লীলে,
বল তারে কে চিনিলে,
বল গো নিশ্চয়।
আঁখির কোণায় পাখীর বাসা,
দেখিতে নারি সে তামাসা,
এ বড় আদলা দশা,
কে আর ঘোঁচায়।
যারে সাথে সাথে লয়ে ফিরি,
তারে যদি চিনতে নারি,
লালন কয়, অধর ধরি
কেমন ধ্বজায়।।
————
সুবোধচন্দ্র মজুমদার, গ্রাম্য সাহিত্য, বঙ্গদর্শন (নব পর্যায়), ১ম বর্ষ ১ম সংখ্যা, বৈশাখ ১৩১৬
(উদ্ধৃতি গৃহীত : সনৎকুমার মিত্র সম্পাদিত, বাউল-লালন-রবীন্দ্র, কলকাতা, ১৯৯৫, পৃ. ১০৫); লালন-গীতিকা, পৃ. ৫৫ (এখানে সঞ্চারীর ৩য় চরণে ‘আমার এই আদলা দশা।‘ — এরূপ কথান্তর আছে।)
Leave a Reply