কথা কয় কাছে, দেখা দেয় না।
নড়েচড়ে হাতের কাছে,
খুঁজলে জনম ভোর মেলে না।
খুঁজি তারে আসমান জমি,
আমারে চিনিনে আমি,
এত বিষম ভুলে ভ্রমি,
আমি কোন জন, সে কোন জনা৷
(আহা মরি)
রাম রহিম বলছে সেজন,
ক্ষিতি জল কি বাউ হুতাশন,
শুধালে তার অন্বেষণ,
মুক্ষু দেখে কেউ বলে না।
হাতের কাছে হয় না খবর,
কি দেখতে যাই দিল্লী নগর।
সিরাজ কয় লালন রে, তোর
সদাই মনের ভ্রম যায় না।।
————
সরলাদেবী, ‘লালন ফকির ও গগন’, ভারতী, ভাদ্র ১৩০২; সতীশচন্দ্র দাস, ‘হারামণি’, প্রবাসী, আষাঢ় ১৩২২; লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৭০-৭১; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৩৫; লালন-গীতিকা, পৃ. ৭১; হারামণি, ১ম খণ্ড, পৃ: ৪৫-৪৬
বস্তুত লালনের এটি জনপ্রিয় গান। ‘লালনগীতি-স্বরলিপি’, ২য় খণ্ডে এর স্বরলিপি প্রকাশিত হয়েছে। এতে ধুয়ার ২য় চরণে ‘হাতের কাছে’ স্থলে ‘ঈশাণ কোণে’, অন্তরার ৩য় চরণে ‘এত’ স্থলে ‘আমি এ কি’ এবং আভোগের ২য় চরণে ‘দিল্লী নগর’ স্থলে ‘দিল্লী-লাহোর’ কথান্তর আছে।– পৃ. ৪৩
Leave a Reply