এই মানুষে দেখ, সেই মানুষ আছে।
কত মুনি ঋষি চারি যুগ ধরে বেড়াচ্ছে খুঁজে।
জলে যেমন চাঁদ দেখা যায়
সে চাঁদ ধরতে গেলে কে হাতে পায়
ও যে আলেক মানুষ তেমনি সদায়
আছে আলেকে বসে৷
অচিন দলে বসতি-ঘর
দ্বিদল পদ্মে বারাম তার
দল নিরূপণ হবে যাহার
সে রূপ দেখবে অনায়াসে।
আমার হল কি ভ্রান্তি মন
আমি বাইরে খুঁজি ঘরেরি ধন
সিরাজ সাঁই কয়, ঘুরবি লালন
আত্মতত্ত্ব না বুঝে।।
————
বসন্তকুমার পাল, ‘ফকির লালন সাহ’, প্রবাসী, শ্রাবণ ১৩৩২; মহাত্মা লালন ফকির, পৃ. ২১-২২;
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৬১
কথান্তর : সঞ্চারী– জলে যেমন চাঁদ দেখা যায়
ধরতে গেলে হাতে কে পায়
তেমনি সে থাকে সদায়
আলেকে বসে।।
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৪৭-৪৮; লালন-গীতিকা, পৃ. ৩-৪
Leave a Reply