আলেফ লাম মিমেতে
কোরান তামাম সোদ লেখেছে৷
আলেফ আল্লাজী মিম মানে
নবী নামে হয় দুই মনে
ও তার এক মানে হয়
প্রচার শরায়
আর মানে মারফতে।।
দরমিয়ানে১ নাম আছে ডানে বামে
আলেফ মিম দুই জনে
যেমন গাছ বীজ অঙ্কুর
এই মতো ঘুর
না পারি বুঝিতে।।
ইসারা লিখন কোরানেরি মান
হিসাব কর দেহেরে।।
তবে পাবি লালন সব অন্বেষণ
ঘুরিসনে ঘুরপাকে৷।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৪৭-৪৮
‘লালন-গীতিকা’য় সঞ্চারীর ১ম চরণে “ও তার দরমিয়ানে নাম আছে জানি” এবং ভনিতার শেষ চরণে “ঘুরিসনে ঘুর পথে”- এরূপ কথান্তর আছে।– পৃ. ১৮৮-৮৯
১. দরমিয়ান-মাঝামাঝি।
Leave a Reply