আমি একদিনও না দেখিলাম তারে।
আমার বাড়ীর কাছে আরসী নগর,
এক পড়শী বসত করে।।
গেরাম বেড়ে অগাধ পানি,
তাই নাই কিনারা, নাই তরণী
পারে।
মনে বাঞ্ছা করি, দেখব তারি,
আমি কেমনে সেথা যাই রে।
আমি বলব কি পড়শীর কথা,
তার হস্ত পদ স্কন্ধ মাথা
নাই রে।
সে ক্ষণেক থাকে শ্যোনের উপর
সে ক্ষণেক ভাসে নীরে।।
সে পড়শী যদি আমায় ছুঁতো,
তবে যম যাতনা সকল যেতো
দূরে।
সে আর লালন একখানে রয়,
থাকে লক্ষ যোজন ফাঁক রে।।
————
সরলাদেবী, ‘ফকির লালন ও গগন’, ভারতী, ভাদ্র ১৩০২; শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর, লালন ফকিরের গান’, প্রবাসী, পৌষ ১৩২২ ( এতে শব্দের বানানে কিছু পার্থক্য আছে, যেমন গেরাম– গ্রাম, শ্যোনের– শূন্যের); বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৪১
Leave a Reply