আছে দীন দুনিয়ার অচিন
মানুষ একজনা।
কাজের বেলায় পরশমণি, আর সময়ে কেউ থাকে না।
নবী আলী– এই দুজনে
কলমা-দাতা১ দল আরফিনে২
বে-কলমায় সে অচিন জনে
পীরের পীর হয় জান না৷
যেদিন সাঁই নৈরাকারে
ভাসলেন একা একেশ্বরে
সেই অচিন মানুষ তারে
দোসর হল তৎক্ষণা।
কেউ তারে জেনেছে দড়
খোদার ছোট নবীর বড়
লালন বলে, নড়চড়
সে নইলে কুল পাবা না।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৬৫; লালন-গীতিকা, পৃ. ৬২; বাংলার বাউল ও বাউল গান পৃ. ১০৭ ( এখানে ভনিতার ‘কুল’ স্থলে ‘দল’ কথান্তর আছে।)।
‘হারামণি’ ৫ম ও ৭ম খণ্ডে গানটি সংকলিত হয়েছে। উভয় গ্রন্থে অনেক পাঠভেদ আছে। যথা–
অন্তরা : আল্লা আলি এই
দুই জনা
এই সংসারে কলামা চেনা
বে-কলমায় সেই অচেন জনা
পীরের পীর কেউ চেনে না।।
সঞ্চারী : অচেন জনা আসে সেদিন
দোসর হইল তৎক্ষণা!– ৫ম খণ্ড, পৃ. ২৮-২৯
বস্তুত সঞ্চারী স্তবকটি অসম্পূর্ণ। একই গ্রন্থে অপর পাঠে স্তবকটি এভাবে উল্লিখিত হয়েছে :
সেদিন সাঁই নিরাকারে
ভাসলেন একা একেশ্বরে
অচিন জনা পেয়ে তারে
দোসর করলেন তৎক্ষণা।।– ঐ, পৃ. ২৯
এ পাঠটি মূলের অনুরূণ! ৭ম খণ্ডে অন্তরা স্তবকটি এরূপ :
নবী আলী এই দুই জনে
কলমা জারি কুলালো পিনে
বে-কলমায়
সে অচিন জনে।
পীরের পীর হয় জান না– পৃ. ৩৯০
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে অন্তরা স্তবকটির পাঠ এরূপ :
নবী আলী এ দুজনা
কলমা-দাতা কুল আরফিনা
বৈতালিম বে-মুরিদ সে না
দোসর করলেন তৎক্ষণা।।
পৃ. ৩০৪
১. কলমা <কলিমা (আরবি)– কোরানের একটি সুরা বা শ্লোক যা পাঠ করে ইসলামে বিশ্বাস আনা হয়।
২. আরফিন (আরবি)– যিনি আল্লাকে চিনেন।
Leave a Reply