রসুলকে চিনিলে খোদা চেনা যায়।
রূপ ভাঁড়িয়ে দেশ বেড়িয়ে গেলেন সেহি দয়ময়।
জন্ম যার এই মানবে
ছায়া তার প’লো না ভূমে
দেখ দেখি ভাই বুদ্ধিমানে
কে এলো মদিনায়।
মাঠে ঘাটে রসুলেরে
মেঘে রয় তো ছায়া ধরে
জানতে হয় তা নেহাজ করে
জীবের কি দরজা হয়।
আহমদ নাম লিখিতে
মিম হরফ কয় নফি করতে
সিরাজ সাঁই কয়, লালন তাতে
দেখ রে কিঞ্চিৎ নজির
দেয়৷।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩৯; লালন-গীতিকা, পৃ. ১৭৬ (এখানে অন্তরার ৩য়-৪র্থ চরণ “দেখ দেখি তাই বর্তমানে/কে এল এই মদিনায়” এবং সঞ্চারীর ৩য় চরণ “দেখ দেখি লেহাজ করে” রূপে লেখা হয়েছে।); হারামণি, ৭ম খণ্ড, পৃ. ১৪ (এখানে অন্তরা ও সঞ্চারী স্থান-বদল করেছে।); বাউল কবি লালন শাহ, পৃ. ১৪৩, ২৬২।
Leave a Reply