মুরশিদের ঠাঁই লেনা রে
ভেদ বুঝে।
এই দুনিয়ায় সিনায় সিনায় কি ভেদ নবী বিলিয়েছে।
নেকতন বান্দারা যত
ভেদ পড়ে আউলিয়া হত
নাদানেরা শূল চাঁচিত
মনসুর তার সাবুদ আছে৷
সিনার ভেদ সিনায় সিনায়
সফিনার ভেদ সফিনায়
যেভাবে যার মনে হল ভাই
সেইভাবে সেই দাঁড়িয়েছে।
কুতর্কী আর কুস্বভাবী
তারে ভেদ বলে নাই নবী
ভেদের ঘরে দিয়ে চাবি
শরার মতে বুঝিয়েছে৷
তফসির হোসেনী যার নাম
তাই ছুঁড়ে মসনবী কালাম
ভেদ এসারায় লেখা তামাম
লালন বলে নাই নিজে।।
————
বাউল কবি লালন শাহ, পৃ.১৬৩
Leave a Reply