মন কি ইহাই ভাব, আল্লা পাব নবী না চিনে।
কারে বলিস নবী, দিশে পালি নে৷
যার নূরে হয় আদম পয়দা
সে নবীর তরিক জুদা
নূরের পেয়ালা খোদা
দিলেন তারে খোদ অঙ্গ জেনে।
বীজ মালেক সাঁই, বৃক্ষ নবী।
দেল ঢুঁড়িলে জানতে পাবি
আমি বলবো কি সে বৃক্ষের খুবি
তার এক
দিল আর ডালে দুলে।
চার-কারের(১) উপরে দেখো
রাগ-পাত্রে সে ছিল কে গো
পূর্ব
পর তার খবর রেখো
তবে জানবি লালন নবীর
ভেদ মনে৷।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩২-৩৩
‘লালন-গীতিকা’য় গানটি সঠিক পরিবেশিত হয়নি। একটি অতিরিক্ত স্তবক আছে, যা প্রক্ষিপ্ত। সঞ্চারীর পাঠটি অশুদ্ধ।
মালেক সাঁই ব্রহ্ম নবী
দেল ঢুঁড়িলে জানতে পাবি
বলবো কি সেই ব্রহ্মার কখন
হয় নিষ্ঠাগতি
সব ঠাঁই
সে রয়– পৃ. ১৮৩
হারামণি, ২য় (পৃ. ৩৯-৪০) ও ৮ম খণ্ডে (পৃ. ৪০-৪১) এবং বাউল কবি লালন শাহ গ্রন্থে (পৃ. ২৬২) কিছু শব্দগত পাঠভেদসহ গানটি সংকলিত হয়েছে। ২য় খণ্ডের অন্তরার ও সঞ্চারীর ৩য় চরণের পাঠ বিকৃত ও অশুদ্ধ।
১. চার-কার– অন্ধকার, ধন্ধকার, কুয়াকার ও নিরাকার।
Leave a Reply