পারে কে যাবি নবীর নৌকাতে
আয়।
রূপ-কাঠের নৌকাখানি নাই ডোবার
ভয়।
বে-শরা নেয়ে যারা
তুফানে যাবে মারা
একই ধাক্কায়।
তখন কি করবে তোর বদর গাজী
থাকবে
কোথায়।
নবী না মানে যারা
মওয়া ছেদ কাফের তারা
আখেরে
হয়।
সফিনায় শরার কথা
জানাইলে যথাতথা
কারো সিনায় সিনায় ভেদ পুশিদায়
বলিয়ে
গিয়েছে।
নবুওতে নিরাকার কয়
বেলায়েতে বরজখ দেখায়
লালন রলো পূর্ণ ধোঁকায়
এ ভব
মাঝে।।
————
লালন-গীতিকা, পৃ. ১৪১-৪২
Leave a Reply