নবীর অঙ্গে জগত পয়দা
হয়।
সেই যে আকার কি হল তার,
কে করে নির্ণয়।
আবদুল্লার ঘরে বলো
সেই নবীর জন্ম হলো
মূল দেহ তার কোথায় রৈল
শুধাব কোথায়।
কি রূপে নবী জান সে
যুক্ত হয় বাপের বীজে
আবহায়াত যার নাম লিখেছে
হাওয়া
নাই সেথায়।
একজনে দুই কায়া ধরে
কেউ পুণ্য, কেউ পাপ করে
কি হবে তার রোজ হাসরে
হিসাবের
সময়।
নবীর ভেদ পায় একান্তি
ঘুচে যার তার সব সন্ধি
দৃষ্ট হয় তার আলেক ফন্দি
লালন ফকির কয়৷।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩৩; লালন-গীতিকা, পৃ. ১৮৪ (৩য় স্তবকের ৩য় চরণে ‘রোজ হাসরে’ স্থলে ‘বোঝ মনরে’ কথান্তর আছে। পাঠটি সঠিক নয়। রোজ হাসর– শেষ বিচারের দিন; এ দিন আল্লাহ তা’লা পাপ-পুণ্যের হিসাব-নিকাস করবেন।) কথান্তর :
সঞ্চারী– আবদুল্লার ঘরে ভাল
কোন সে নবী জন্ম নিল
মূল দেহ তার কোথায় ছিল
হায় রে বল পরিচয়– হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১০৭,
৭ম খণ্ড, পৃ. ৩৯৭
আভোগ– নবীর ভেদ যে পায় একান্তি
ঘুচে যায় তার মনের ভ্রান্তি
দৃষ্ট হয় তার আলেক পান্তি
লালন ফকির কয়– বাউল কবি
লালন শাহ, পৃ. ৩০৩
Leave a Reply