নবী না চিনে কি আল্লা
পাবে।
নবী দীনের চাঁদ আজ দেখ
নারে ভেবে।
যার নূরে হয় সয়াল সংসার
সেই আজ কলির ভাবে নবী
পয়গম্বর
হাটের গোলমালে আমার
মন রে তারে চিনলাম না
ভবে।
বাতুনের ঘরে নূর নবী।
ও সে পুরুষ কি প্রকৃতি
ছবি
পড় দেল-কেতাব কর রে বিধান
মনের
অন্ধকার যাবে৷
বোঝা কঠিন কুদরত খেয়াল
আমার নবীজী গাছ, সাঁইজী তার ফল
সে ফল পাড় ঐ গাছ ধরে
লালন কয় কাতর ভাবে।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩১; লালন-গীতিকা, পৃ. ১৮৪-৮৫
Leave a Reply