নবী না চিনিলে কিসে খোদার ভেদ পায়।
চিনিতে পারলো যে খোদায়, সেই দয়াময়
যে নবী পারের কাণ্ডার
জিন্দা সে চার যুগের
উপর
হায়াতোল মোরছালিন নাম যার
সেই জন্যে কয়৷
কোন নবী হইল উফাত
কোন নবী বান্দার হায়াত
নেহাজ করে জানলে নেহাত
যাবে
সংশয়।
যে নবী আজ সঙ্গে তোর
চিনে মন তার দাওন ধরো
লালন বলে, পারের কারো
সাধ যদি হয়৷।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩৩-৩৪; লালন-গীতিকা, পৃ. ১৩৯; হারামণি, ৮ম খণ্ড, পৃ. ৪১;
বাউল কবি লালন শাহ, পৃ. ৩১৭
Leave a Reply