দেল-কেতাব খুঁজে দেখ
রে মমিন চাঁদ;
তাতে
আছে রে সকল বয়ান।
এব্রাহাম মসল্যা নামে আত্তা খাজুমে মোকাম।
খোদা যেদিন হজ ভেজিবে
সেদিন মজিদের নিশান উঠিবে
ফাঁদ পেতে চাঁদ ধরতে হবে
যদি করে আল্লা মেহেরবান।
ইসা মুসা দাউদ রসুল
খোদার কাজে আছে মকবুল
ফরমান করিবে কবুল
পড়ছে সদায় চার কোরান।
ইঞ্জিল তেন্তরিত জব্বর ফোরকান
চারি জায়গায় চারের বয়ান
বলে সাঁই দরবেশ লালন
খুঁজে দেখলে পাবে রে সকল মন৷।
————
হারামণি, ২য় খণ্ড, ৭. ১৪৮ (অর্থ ও ছন্দের খাতিরে চরণের পুনর্বিন্যাস করা হয়েছে।)
Leave a Reply