দেখ রে আমার রসুল যার
কাণ্ডারী এই ভবে।
ভব নদীর তুফানে তার কি নৌকা ডোবে।
ভুল না
মন কারো ধোকায়
চড় সে তরিকার নৌকায়
বিষম ঘোর তুফানের দায়
বাঁচবি তবে।
তরিকার নৌকাখানি
এশক নাম
তার বলায় শুনি
বিনে বাওয়ায় চলছে তেমনি
রাত্রদিবে।
সে নৌকাতে যে না চড়ি
কেমনে দিবে ভব পাড়ি
লালন বলে, এহি ঘড়ি
দেখ মন ভেবে।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩০; হারামণি, ৭ম খণ্ড, পৃ. ১২ (অন্তরার ৩য় চরণে ‘বিষম ঘোর’ স্থলে ‘এড়াবি জোর’ কথান্তর আছে। এ ছাড়াও অন্তরার ও সঞ্চারীর স্থান বদল হয়েছে।); বাউল কবি লালন শাহ, পৃ. ১৬৩ (গানটি শুরু হয়েছে এভাবে– “ভেবে দেখ রে, আমার রাসুল যার কাণ্ডারী এই ভবে।”)
Leave a Reply