তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
দেখা দিয়ে ও হে রসুল
ছেড়ে যেও না।
তুমি হে খোদার দোস্ত
অপারের কাণ্ডারী সত্য,
তোমা বিনে পারের লক্ষ্য
আর দেখা যায় না।
আমরা সব মদিনাবাসী
ছিলাম যেমন বনবাসী
তুমি আসায় জ্ঞান পেয়েছি
আছে সান্ত্বনা।
আসমানি আইন দিয়ে
আমাদের সব আনলে রাহে
আজকে মোদের ফাঁকি দিয়ে
ছেড়ে যাবে না।
তোমা বিনে এরূপ শাসন
কে করবে আর দীনের কারণ
লালন বলে, আর তো এমন
বাতি জ্বলবে না৷।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৪১; লালন-গীতিকা, পৃ. ১৭৭ (২য় স্তবকে ৩য় চরণ “তোমা হতে জ্ঞান পেয়েছি”–এরূপ কথান্তর আছে );
হারামণি, ৭ম ও ৮ম খণ্ডে কিছু শব্দগত পাঠভেদসহ গানটি সংকলিত হয়েছে।– পৃ. ৫-৬, পৃ. ৪২;
বাউল কবি লালন শাহ’ গ্রন্থে অন্তরা ও সঞ্চারী স্তবকের স্থান-বদল হয়েছে।– পৃ. ১৪২
Leave a Reply