এমন দিন কি হবে রে আর।
খোদা সেই করে গেল রসুল রূপে অবতার
আদমের রুহু সেই
কেতাবে শুনিলাম তাই
নিষ্ঠা যার হল রে ভাই
মানুষ মুরশিদ করল সার।
খোদ সুরাতে পয়দা আদম
এও জানা যায় অতি মরম
আকার নাই তার, সুরাত কেমন
লোকে বলবে তাও আবার।
আহমদের নাম লেখিতে
মিম হরফ কয় নফি করতে
সিরাজ সাঁই কয়, লালন তাতে
কিঞ্চিৎ নজির দেখ এবার।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৪১; লালন-গীতিকা, পৃ. ১৬৯-৭০; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ২৬-২৭
আভোগের ২য় চরণের পাঠটি ২য় গ্রন্থ থেকে গৃহীত ১ম ও ৩য় গ্রন্থের পাঠ : “মি-মুন কি কয় তার কিসে তে।” এর অর্থ সুস্পষ্ট নয়।
Leave a Reply