আশেক বিনে ভেদের কথা
কে আর পোছে।
শুধালে খলিফা সবে রাসুল
বলেছে।
মাশুকে যে হয় আশেকী
খুলে যায় তার দিব্য আঁখি
নফস আল্লা নফস নবী
দেখবে অনায়াসে।
যিনি মুরশিদ রাসুলুল্লা
সাবুদ কোরা কালুল্লা
আশেকে বলিলে আল্লা
তাও হয় সে।
মুরশিদের হুকুম মান
দায়েমী নামাজ জান
রাসুলের ফরমান লালন
তাই রচে।।
————
বাউল কবি লালন শাহ, পৃ. ২৫৯
Leave a Reply