আদমে আহমদ এসে নবী নাম
সে জানালে।
যে তনে করিলে সষ্টি, সে তন কোথায় রাখিলে।
নবী যারে
মানিতে হয়
উচিত বটে তাই চিনে লও
পুরুষ কি প্রকৃতি আকার
সৃষ্টিও সৃজন কালে।
আর খালেক নামে পরওয়ার
নবী রূপ সে আবার
জন্ম-মৃত্যু হয় যদি তার
শরার আইন চলে।
আহমদ নামে যদি ভাই
মানুষ লীলা করে সাঁই
লালন বলে, তবে যাই
এ চরণ-তলে।।
————
হারামণি, ২য় খণ্ড, পৃ. ৩৫
Leave a Reply