হলাম নারে রসিক ভেয়ে।
না জেনে রসের ভেয়ান
মরতে হল গরল খেয়ে৷
গোসাইর লীলা চমৎকার
বিষেতে অমৃত পোরা
অসাধ্যকে সাধ্য করা
ছুঁলে বিষ উঠে ধেয়ে।
দুগ্ধে যে মন থাকে ননী
ভেয়ানে বিভিন্ন জানি
সুধা অমৃত বয় তেমনি
গরলে আছে ঢাকিয়ে।
দুগ্ধে জলে যদি মেশায়
হংস হলে সেই বেছে খায়
লালন বলে, আমি সদায়
আমোদ করি জল হদ নিয়ে।।
————
লালন-গীতিকা, পৃ. ৮৭-৮৮
Leave a Reply