হতে চাও হুজুরের দাসী।
মনে গোল তো পোরা রাশি রাশি।
না জান সেবা-সাধনা
না জান প্রেম-উপাসনা
সদাই দেখি ইতরপানা
প্রভু
রাজি হবে কিসি৷
কেশ বেশে বেশ করলে কি হয়
রসবোধ না যদি রয়।
রসবতী কে তারে কয়
কেবল মুখে হাসি।
কৃষ্ণপদে গোপী সুজন
করেছিল দাস্য সেবন
লালন বলে, তাই কি রে মন
পারবি
ছেড়ে সুখবিলাসী।।
————
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর, ‘লালন ফকিরের গান’, প্রবাসী, পৌষ ১৩২২; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৯৭
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে ধুয়ার ২ চরণ ‘মনে গরল ভরা রাশি রাশি’ রূপে লেখা হয়েছে। অন্তরার ৪র্থ চরণে ‘প্রভু’ স্থলে ‘প্রিয়’ ও ‘কেনা বেশে’ স্থলে ‘কেশ বেঁধে’ কথান্তর আছে। এই গ্রন্থে আভোগ স্তবকটি হল :
কৃষ্ণপদে ভক্তি সেবন
করেছিল গোপী সুজন
সিরাজ সাঁই কয়, লালন
পারবি
ছেড়ে সুখবিলাসী। পৃ. ২৮১
Leave a Reply