স্বরূপ রূপ দর্পণে সেই
রূপ দেখেছে যে জন।
তার রাগের তালা আছে খোলা
সেই তো প্রেমের মহাজন৷
অনুরাগের রসিক হয় যে জন
জানতে পারে ভারত পুরাণ
সেই রাগের
কারণ।
তার আপ্ত সখের নাইরে আশা
করে শুদ্ধ রসের নিরূপণ।
বিকারেতে না পাবে দেখা
বৈদিক মেঘে সে কাল রূপ রয়েছে ঢাকা
লালন বলে, কোলের ঘোরে
হারালাম রাঙা চরণ।।
————
৩৭৪. হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৬৩; ৭ম খণ্ড, পৃ. ৪০০
গানটি সংগ্রহ ক্রটিপূর্ণ সম্ভবত সঞ্চারী স্তবকটি অনুপস্থিত : আভোগের ২য় চরণে ছন্দ-পতন ঘটেছে চরণটি “বৈদিক মেঘে রয়েছে ঢাকা/ সে কাল রূপ-দর্পণ” হতে পারে।
Leave a Reply