সেই অটল রূপের উপাসনা,
কেউ জানে, কেউ জানে না৷
বৈকুণ্ঠ গোলোকের উপর
আছে রে সে রূপের বেহার
কৃষ্ণের কেউ নয়, রাধার
পতি সে জনা৷
স্বরূপ রূপের এই জেনো ধরণ
দোহার ভাবে টলে দোহার মন
অটলকে টলাতে পারে
কোন জনা।
নরেকার যা হতে জন্মায়
শক্তি ধারা সেই অব্রহ্মায়
অধীন লালন বলে, দিন থাকিতে
জানলে
না।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৫২-৫৩; লালন-গীতিকা, পৃ. ৩০০ (এখানে আভোগর ২য় চরণে ‘অব্রহ্মায়’ স্থলে ‘আবিম্বে’ কথান্তর আছে )
Leave a Reply