সবায় কি তার মর্ম জানতে
পায়।
ওগো! যে সাধন-ভজন করে
সাধনে
অটল হয়।১
অমৃত মেঘেরি বরিষণ
চাতকভাবে জান রে আমার মন
ও তার এক বিন্দু পরশিলে
শমন-জ্বালা
ঘুচে যায়।
যোগেশ্বরীর সঙ্গে যোগ করে২
মহাময়ী যোগ যেই জানতে পারে
ও সে তিন দিনের তিন মর্ম জেনে
একদিনেতে সেধে লয়।
বিনে জলে হয় চরণামৃত
যা খাইলে যায় জরামৃত
অধীন লালন বলে, চেতন-গুরুর
সঙ্গ নিলে দেখিয়ে দেয়।।
————
৩৬১. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৮৮-৮৯; লালন-গীতিকা, পৃ. ১৮।
কথান্তর : ১. জানে সাধন-ভজন করে/ যে সাধকে অটল হয়। ২. যোগেশ্বরীর সঙ্গে যোগাযোগ করে।
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১১৬
Leave a Reply