রসের রসিক না হলে কে
গো জানতে পায়।
কোথা সে অটল রূপে বারাম দেয়৷
শূন্য ভরে শয্যা করে
পাতাল পুরে
শরণ দেয়।।
অরসিক বেড়ায় ঘুরে
ঘোর ধাঁধায়।
মন-চোরা চোর
সেই সে নাগর
তালে আসে তালে যায়।
উপর উপর খুঁজি
জীব সবাই।
মাটি ছেড়ে লাফ দিয়ে উঠে।
আসমানে গিয়ে হাত বাড়ায়।
অমনি সে পড়ে কাফের সেই
খানায়।
তাল পড় তাল ধর
তবে সব জানতে পার
লালন বলে, উচা মানের
কার্য নয়।।
————
৩৬০, লালন-গীতিকা, পৃ. ১৫৩-৫৪
Leave a Reply