যেও না আন্দাজি পথে মন-রসনা।
কুপথে কুপাকে পড়লে প্রাণ-বাঁচবে না।
পথের পরিচয় করে
যাও না মনের সন্দ মেরে
লাভ-লোকসান বুদ্ধির দ্বারে
যায় গো জানা।
উজান ভেটেল পথ দুটি
দেখে নয় করে খাঁটি
দাও যদি মনগড়া ভাটি
কূল পাবা না৷
অনুরাগ তরণী কর
ধার চিনে উজানে ধর
লালন কয়, সে করতে পার
মন ঠেকে না।।
————
৩৫৮. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২০১-০২
লালন-গীতিকায় অন্তরার ৩য় চরণে ‘বুদ্ধির’ স্থলে ‘বুঝের’, সঞ্চারীর ৩য় চরণ ‘দাও যদি মনগড়া ভাটি’ স্থলে ‘দেয় যদি মন ভাটি’ এবং ভনিতার শেষ চরণ ‘মন ঠেকে না’ স্থলে ‘মূল ঠিকানা’ কথান্তর আছে।– পৃ. ৫৭-৫৮
Leave a Reply