যে পথে সাঁই চলে ফিরে
ও তার খবর কে করে।
যে পথে আছে সদায়
ভীষণ কাল-নাগিনীর ভয়
যদি কেউ আজগবি যায়
অমনি উঠে ছোঁ মেরে।
পালক-ভরে বিষ ধেয়ে উঠে
ব্রহ্মার অন্তরে।
সেই যে অধর ধরা
ধরতে চায় যারা
চৈতন্য গুণী যারা
গুণ শিখি তাদের কাছে রে।
সামান্যে কি পারবি যেতে
সেই কুকাফের (১) ভিতরে।
ভয় পেয়ে জন্মাবধি
সে পথে না যাও যদি
হবে না সাধন সিদ্ধি
তা শুনে মন ঝুরে।
লালন বলে, যা কর হে
থাকতে হবে পথ ধরে।।
————
৩৫৫. হারামণি; ২য় খণ্ড, পৃ. ৫৪
১. কুকাফ<কোহকাফ (ফারসি)– ককেশাস পর্বত; অতি দুর্গম স্থান।
Leave a Reply