যে জন ডুবে আছে সেই রূপ-সাগরে,
রূপের বাতি দিবারাতি
জ্বলছে তার অন্তরে।
রূপ-রসের রসিক যারা
রসে ডুবে আছে তারা
হইয়াছে জ্যান্তে মরা
রাজ-বসন ছেড়ে৷
ওরে রাজ্য বসন ত্যজ্য
করে
ডোর-কোপনী পরিধান করে
কাঠের মালা গলে ধরে
করঙ্গ
লইছে করে।
রূপ-নদীর তীর-ঘাটে
যে বসেছে মওড়া এঁটে
সেই নদীতে জোয়ার এলে
রসিক নেয় ধরে।
জোয়ার আসলে উঠে সোনা
ধরে নেয় সে রসিক জনা
ও কাম-নদীর ঘাটে লোনা
তাই লালন
কয়, সেই ঘাটে মানুষ মরে।।
————
৩৫১. হারামণি, ৫ম খণ্ডে, পৃ. ৫৪
Leave a Reply