যাক না মন একান্ত হয়ে।
গুরু গোসাইর রাগ লয়ে।
চাতকের
প্রাণ যদি যায়
তবু কি অন্য জল খায়
ঊর্ধ মুখ থাকে সদায়
নব ঘন
জল চেয়ে।
তেমনি মত হলে সাধন
সিদ্ধি হবে এই দেহে।
এক নিরিখ
দেখ ধনি।
সূর্যগত কমলিনী
দিনে বিকশিত তেমনি
নিশিতে
মুদিত রহে।
তেমনি জেন ভক্তের লক্ষণ
একরূপে
বান্ধে হিয়ে।
বহু বেদ পড়াশোনা
সন্নিতে পায় রে মনা
সদাশিব যোগী সে না
কিঞ্চিৎ ধ্যান করিয়ে।
ও সে শ্মশানে মশানে ফেরে
কিঞ্চিতের লাগিয়ে।
গুরু ছেড়ে গৌর ভজে
তাজে নরকে মজে
দেখ না মন পুথিপাথি (খুঁজে)
সত্য কি মিথ্যা কহে।
মন, তোরে বুঝাব কত
লালন কয়, দিন যায় বয়ে।।
————
৩৪৯. লালন ফকির : কবি ও কাব্য, প, ১১৮-১৯
লালনের এটি বিরল আঙ্গিকের গান: স্তবকের চার চরণের স্থলে দুটি অতিরিক্ত চরণ যুক্ত করে ভাবের সম্প্রসারণ ঘটানো হয়েছে এর ইন্দ-রাতিটি খখখক গক।
Leave a Reply