যা যা ফানার ফিকির জান
গে যারে।
যদি দেখা বাঞ্ছা হয় সে চান্দেরে।
না জানিলে
ফানার ফিকির
তার আর কিসের ফিকির, কিসের ফিকিরি
নিজে হও ফানা
ভাব রব্বানা
দেখে যাক শমন ফিরে।
নিজ রূপ মুরশিদের রূপ
মাঝার
আগে ফানার বিধি, মনরে আমার
পিছে মুরশিদ রূপ
সে স্বরূপ
মিশাও সাঁইর অটল নূরে৷
ফানার ফিকির মুরশিদের
ঠাই
তাইতে ভজন সাধন ভেজলেন সাঁই
সিরাজ সাঁইর কৃপায়
অধীন লালন কয়
যাজন কষ্ট সার ঘরে।।
————
৩৪৮. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৩৮; লালন-গীতিকা, পৃ. ১৫৮-৫৯
গানের খাতায় এর চরণ ও স্তবক-বিন্যাসে ত্রুটি আছে। এখানে সংশোধিত আকারে তা পরিবেশিত হল।
Leave a Reply