মেরে সাঁইর কুদরতি, তা
কেউ
বুঝতে
পারে।
আপনি রাজা, আপনি প্রজা
ভবের
পরে।।
আহাদ রূপ লুকায়, আহাদি আহমদি
রূপ ধরে।
এ মর্ম না জেনে বান্দা
পড়বি ফেরে।
বাজিকর পুতুল নাচায়, কথা কওয়ায়
আপনি তারে।
জীব-দেহ সাঁই লীলায় ফেরায়
সেই প্রকারে।
আপনারে চিনবে যে জন পশবে
সে জন
ভেদের ঘরে।
সিরাজ সাঁই কয়, লালন কি আর
বেড়াও ঘুরে।
————
৩৪৫. লালন-গীতিকা, পৃ. ১৪৬
কথান্তর :
মেরে সাঁই আজব কুদরতি,
তা কে
বুঝতে পারে।
আপনি রাজা, আপনি প্রজা
ভবের
পরে।
আহাদ নাম লুকায় যদি
রূপটি ধারে আহম্মদি
এ ভেদ না জেনে বান্দা
পড়বি
ফেরে।
বাজিকর পুতুল নাচায়
আপন তারে কথা কওয়ায়
জীবদেহে সাঁই চালায় ফেরায়
সেই প্রকারে।।
আপনার
চিনবে যেজন
ভেদের ঘরে পাবে সে ধন
সিরাজ সাঁই কয়, লালন
কি আর
বেড়াও ধুড়ে।
লালন-সঙ্গীত, পৃ. ২২৩
স্পষ্টত পঙক্তি ও স্তবকে বিস্তর পরিবর্তন সাধিত হয়েছে। এর ছন্দ, সুর এবং লয়ও ভিন্ন। তবে মূল ভাবটি অক্ষুণ্ণ আছে। কোন গানটি মৌলিক এবং বহিরাঙ্গিক ও সুর-কাঠামোতে পরিবর্তন কে এনেছেন, তা নির্ণয় করা কঠিন।
Leave a Reply