মারুফত কারে বলে জান
মন,
যদি করতে চাও খোদার ভজনা।।
দলিলে তাই জানা গেল
এক নবী সৃষ্টি পাইল
একিনের গাছ ছিল যখন।।
গাছে এক ময়ার হইল
ফকিরের গুণ পাইল
না দিল সেই পুস্পের আকার
ঘাম হইল সৃষ্টির কারণ।
সত্য যে শরীয়তে
হক বল সেই হকীকতে
তরীকতে কয় সাধন।।
মারুফতে এবাদত করা
হইতে হবে জ্যান্তে মরা
তাই লালন কয়, [অধর ধরা]
সে বড় কঠিনের ধন।।
————
৩৪৪. হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১০৩-০৪
গানটিতে স্তবকের চরণ সংখ্যার সমতা নেই; উপরন্তু একটি অতিরিক্ত স্তবকও আছে। ২য় স্তবকের ৩য় চরণটি অন্ত্যমিলের স্বার্থে “সেই পুষ্পের আকার না দিল” হতে পারে। ভনিতায় বন্ধনের পদ গুচ্ছ ছন্দের কারণেই সংযোজিত হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, লালন এরূপ ক্রটিপূর্ণ গান রচনা করেননি।
Leave a Reply