মাঝি ভাই! উজান চালাও
তরী।
গঙ্গা যমুনাদি
আর সরস্বতী নদী
উঠেছে ঢেউ পাতাল ভেদি
অকূল সমুদ্দরি।
ভাটি
বাঁকে পাকের ঘোলায়
কত জন তরী ডুবায়
সামাল সামাল মনুরায়
থেক হুঁসিয়ারী।
অনুরাগের মাস্তুলেতে
ভাব-কাপড় লাগাও তাতে
লালন কয়, জ্ঞান-কপিতে
বান্ধ ভক্তির ডুরি।।
————
৩৪২. হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৮৫
Jamir ali
অনেক ভালো লাগে এই গানগুলো