মনে না দেখলে নেহাজ করে
মুখে পড়লে কি হয়।
মনের ঘোরে কেশের আড়ে
পাহাড় লুকায়া।।
আহমদ নামে দেখি মিম হরফটি
নফি (১) দেখায়।
ওরে মিম গেলে সে কি হয়
দেখ পড়ুয়া সবায়।
আহাদ আর আহমদে একলা এক
সে মর্ম কে পায়।
আকার ছেড়ে নিরাকারে
সেজদা কি দেয়।
জানাতে ভজন কথা তাইতে খোদা
ওলিরূপ হয়।
লালন গেল ঘোলায় পড়ে
দাহারি (২) আর নয়।।
————
৩৩৮. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৪৩-৪৪; লালন-গীতিকা, পৃ. ১৪৫।
১. নফি (আরবি)– বাদ; ২. দাহারি (আরবি)– নাস্তিক, অবিশ্বাসী, ধর্মদ্রোহী।
Leave a Reply