মন-চোরা রে ধরবি যদি মন
ফাঁদ পাত আজ ত্রিপীনে।
অমাবশ্যা পূর্ণিমাতে
বারামখানা সেইখানে।।
ত্রিপানে ত্রিধারা বয়
তার ধরা চিনে ধরতে পারলে হয়
কোন ধারায় তার
সদায় বিহার
হচ্ছে ভাবের ভুবনে।।
সামান্যে কি যায় তারে
ধরা
আট প্রহরই দিতে হয় পাহারা;
কখন এসে
ধারায় মেপে
তখন রয় নির্জনে।।
শুল্কপক্ষে ব্রহ্মাণ্ডে গমন
কৃষ্ণপক্ষে যায় নিজ-ভুবন
সাঁই লালন
বলে
সেরূপ লীলে
দিব্যজ্ঞানী সেই জানে।।
————
৩৩৬. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২১০-১১; লালন-গীতিকা, পৃ. ২৫-২৬
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে ধুয়ার ২য় চরণ “অমাবস্যা পূর্ণিমাতে চোরের বারামখানা সেইখানে” এবং অন্তরার ৪র্থ চরণ “করছে ভবের ভুবনে” রূপে সংকলিত হয়েছে।– পৃ. ৩০৮
Leave a Reply