ভাল রে এক ব্যাধ বটে
হাওয়ায়
ফাঁদ পেতেছে।
সে ফাঁদ দেখে ভয়ঙ্কর
প্রাণে বাঁচা ভার
সেই ফাঁদে বেঁধেছে।।
ঝুলায়ে ফাঁদের শিকলা
ব্যাধ ব্যাটা দেয় পাহারা
লোভের চার খাটায়ে।
কত ব্রহ্মা বিষ্ণু নর নারায়ণ
সেই ফাঁদে বেঁধেছে।।
কি কব সেই ফাঁদের কথা
কাক মারিতে কামান পাতা
আরম্ভ
করেছে।
কত লোভী কামী যাচ্ছে মারা
চার খাবারই আশে।।
সিরাজ সা দরবেশের বচন
জন্ম-মৃত্যু ফাঁদ রে লালন,
ভাড়াবি
কেমনে।
যে জন জেন্দা মরে খেলতে পারে
সেই সেরে
গিয়াছে।।
————
৩৩৩. বাউল কবি লালন শাহ, পৃ. ১৩৫
এই আঙ্গিকে লালনের আরও কয়েকটি গান আছে। এতে ছোট-বড় পাঁচ চরণের স্তবক আছে। এর ছন্দ-রীতি খখক খক।
Leave a Reply