ফেরেব ছেড়ে কর ফকিরি।
দিন তোর হেলায় হলো আখিরি।।
ফেরেবি ফকিরি ছাড়া
দরগা নিশান ঝন্টাগাড়া
গলে বেঁধে হড়ামড়া
সিন্নি
খাওয়ার ফিকিরি।।
আসল ফকিরি মতে
বাহ্য আলাপ নাই গো তাতে
চলে শুদ্ধ সহজ পথে
অবোধ গো-বধের চটক ভারি।।
নাম গোয়ালা কাঁজি ভক্ষণ
তোমার দেখি তেমনি লক্ষণ
সিরাজ সাঁই কয়, অবোধ লালন
সাধুর
কাছে জুয়াচুরি।।
————
৩২৫. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৪১
‘লালন-গীতিকা’য় ধুয়ার ২য় চরণ ‘দিন তোর হেলায় হেলায় হল আখেরি’ রূপে লেখা হয়েছে। এছাড়াও অন্তরার ১ম চরণে ‘ছাড়া স্থলে দাঁড়া’ এবং ৩য় চরণে ‘হড়ামড়া ‘স্থলে ‘ছড়া-মড়া’ কথান্তর আছে। পৃ. ৩০৬
এটি লালনের একটি মৌলিক গান। এর ভাব, ভাষা, ছন্দ ও সুর অপরিবর্তিত আছে। কক খখখ ক-ছন্দ-রীতির এই আঙ্গিকে লালনের অনেক গান রচিত হয়েছে; বলা যায়, এটি তাঁর একটি প্রিয় আঙ্গিক। চতুরঙ্গে বিন্যস্ত গানটিকে লালনের একটি আদর্শ গান রূপে গণ্য করা যায়।
Leave a Reply