পড় গে নামাজ ভেদ বুঝে
সুঝে।
বরজখ নিরিখ
না হলে ঠিক
নামাজ আরও মিছে৷।
সুন্নত করণ নফল সকল,
রেকাত গোনা নামাজে৷।
থাকলে এসব
হিসাব কিতাব
বরজখ ঠিক বয় কিসে।।
আত্তাহিয়াত রুকু সালাম
তাহার প্রমাণ আছে।
আপনি কেনে
আপন পানে।
তাকাও নামাজে বসে৷।
দেখে তার ভজনের হুকুম
সাদের করেছে।
বলছে লালন,
আন্দলা এমাম
ইস্তিন্দা নাই তার পিছে৷।
————
৩১৮. লালন-গীতিকা, পৃ. ১৪৪
এই গানে নামাজ সংক্রান্ত অনেক বিষয়ের উল্লেখ আছে। বরজখ (মৃত্যুর পর ও শেষ বিচারের পূর্বে আত্মার অবস্থানের স্থান); সুন্নত (নামাজের প্রকারভেদ), নফল নামাজের প্রকারভেদ), রেকাত (নামাজের একটি অংশ), আত্তাহিয়াত (নামাজের একটি শ্লোক), রুকু (নামাজের একটি অংশ), সালাম (নামাজের শেষের একটি রীতি), হুকুম সাদের (আদেশ প্রদান), এমাম (যিনি নামাজ পড়ান), ইস্তিন্দা (দাঁড়ানো) ইত্যাদি।
Leave a Reply