নবীর তরিকাতে দাখিল হলে
সকল জানা যায়।
কেন রে মন কলির ঘোরে ঘুরছে
ডাইনে বাঁয়।।
ও গো আইনে বিসমিল্লা বর্ত
মূল বটে
তার তিনটা অর্থ
আগাম জানিলে সত্য
সে ভেদ
ডুবে জানতে হয়।।
আলী নবী খুদবুদ খোদা
এই চারি কভু না হয় জুদা
আদমকে জানাইলে সেজদা
আলেক
জানা যায়।।
যথা আলীর মোকাম জারি
সফিউল্লা সিঁড়ি তারি
ফকির লালন বলে, বেড়ি
লাগাও
মুরশিদের পায়।।
————
৩১১. হারামণি, ২য় খণ্ড, পৃ. ২৮ “মানুষকে সেজদা ইসলাম শাস্ত্রবিরোধী। বেশরা ফকিরদের ইহা একটি লক্ষণ। কোরাণ শরীফে ফেরেস্তারা প্রথম মানব হজরত আদমকে সেজদা করেন। … সূরা বকর, আয়াত ৩৪।” ঐ, পৃ. ২৮
Leave a Reply