(আলিফ) [আরবী] [বিশেষ্য] [পুংলিঙ্গ] আরবী, ফারসী, উর্দু,পাঞ্জাবী, সিন্ধী, পশতু ও বেলুচ বর্ণমালার প্রথম অক্ষর। আলিফ “।” দু’ প্রকার। ১। আলিফে মাম্দুদাহ, যা টেনে পড়া হয়। এতে মদ্ হয়। ২। আলিফে মাকসূরাহ্, যাহা টেনে পড়া হয় না। স্বরচিহ্ন অনুযায়ী ইহার ভিন্ন ভিন্ন রূপ উচ্চারণ হয়ে থাকে। যথা : (আ), (ই), (উ)। (আব্জাদ)-এর হিসাবে এর মান ১।
i (আ) অগ্রসর হবার হুকুম। তুচ্ছার্থে সম্বোধন, আয়। কবুতর ডাকার শব্দ ৷ সুর বা টোনের আওয়াজ। মাছদার-এর আম্র-এর ছিগা।
ii (আ- আ) গৃহপালিত পশুকে ডাকার আওয়াজ।
Leave a Reply