অ
অং অং – (অ) উচ্চস্বরে হরিণের ডাক; বিশেষতঃ উচ্চস্বরে আহবান ধ্বনি। (ধ্বন্যাত্মক শব্দ)।
অঁ অঁ – (অ) অব্যক্ত ধ্বনি, গোঁ গোঁ শব্দ। (ধ্বন্যাত্মক শব্দ)।
অক্খর – (কি) অব্যর্থ; অমোঘ; দৃঢ়লগ্ন, < অক্ষর = ক্ষরণশূন্য।
অকধা – (বিশেষ্য) গালি। < অ+কথা। অ- কবাল্যা- (বিশেষ্য, বিশেষণ) পোড়াকপাল। < অ+ কপাল।
অক্ত – ১. (বিশেষ্য) নির্দিষ্ট সময়। ২. (বিশেষণ) উপযুক্ত। < ওয়াক্ত (আং)।
অক্মা – ১. (বিশেষ্য) ব্ৰহ্মদেশ। < মঘী। (নিম্নভূমি অর্থে)। ২. (বিশেষণ) মুখমণ্ডলের ফোলা ফোলা ভাব। যেমন, অক্সাঅক্সা গাল (ফোলা-ফোলা গাল)। (তুলনীয়) ওসা ওসা (কুমিল্লা)।
অগমান্ – (বিশেষ্য) বিড়ম্বনা; ক্ষোভ; অপমান। <অভিমান (অপমান অর্থে ব্যবহৃত)। (অর্থ প্র)।
অগলানা- (ক্রিয়া) উগরানো; বমি করা। (তুলনীয়) ওকলানো (রংপুর)। < উদ্গিরণ।
অগ্ঘসা –(বিশেষণ) বোকা। < অজ্ঞ।
অঘা – (বিশেষণ) বোকা।
অঘাল্যা – (বিশেষণ) উন্মোচিত; স্ফীত; বাহিরের দিকে উল্টানো। < উদঘাটন।
অঘোর্ – (বিশেষণ) ঘোর, গভীর। যেমন অঘোর বন (গভীর বন), অঘোর আন্ধার (ঘোর অন্ধকার)।
অজদানা – (ক্রিয়া) তুলিয়া ফেলা। যেমন গাঝম্ব বাগলর এক কধা অজদানা – গাছের ছাল হইতে এক টুকরা তুলিয়া ফেলা; ফড়াম্ব চাম অজানা – ফোঁড়ার চামড়া তুলে ফেলা।
অজন্ – (বিশেষ্য) মাপমত; ক্ষমতা অনুযায়ী।
অজবা – (বিশেষ্য) অশ্লীল বাক্য।
অজভ° (অজঅ) – (বিশেষ্য) ফুসফুস। [ ° – কোন বর্ণের উপরে ব্যবহৃত ° চিহ্নটি উহার অ-স্বরের নির্দেশক]
অজহ্মর – (বিশেষণ) বেপরোয়া, গোঁয়ার।
অজমানে – (বিশেষণ) ঘটনাক্রমে; কাকতালীয় বৎ; দৈবাৎ; ঠিক এমন সময় বা অবস্থায়।
অজল – (বিশেষণ) উঁচু। < উচল (মধ্যযুগীয় বাংলা)।
অজা – (বিশেষ্য) চেঁকি প্রভৃতির মুষল। (তুলনীয়) ওঁঢ়া (চট্টগ্রাম)।
অজাগা – (বিশেষণ) লজ্জাস্থান।
অজাত / অজাত্যা–(বিশেষণ) বজ্জাত; বেজন্মা; দুঃস্বভাবযুক্ত; বিজাতীয়।
অজামিল – (বিশেষণ) গালি বিশেষ।
অঝত্ / অধত্ – (অব্যয়) এমনিতেই; আসলে।
অঝা – (বিশেষণ) ধাত্রী; ওঝা; পুরোহিত।
অঝা পাঠ – (বিশেষ্য) আঁজি পাঠ, চাকমা বর্ণমালা পঠন।
অঝা-বান্দর – (বিশেষ্য) দুষ্টের সেরা; (তুলনীয়) বাজে কাজে নটের গুরু।
অঝার – ১.(বিশেষণ) প্রশস্থ। <ওমার < অবসার। (অর্থ প্র)। ২. (বিশেষ্য) প্রস্থ।
অড়ল – (বিশেষ্য) অড়হর।
অড়লে চাবানা / অরলে চাবানা – (ক্রিয়া) বুকচাপা স্বপ্ন দেখা; (Night mare).
অতিত্তি-(অব্যয়) অগত্যা; একান্ত পক্ষে।
অদংকরল – (বিশেষণ) গোঁয়ার; বেপরোয়া কাঠখোটা।
অযেঅচ – (বিশেষণ) নির্দিষ্ট পরিমাণে; সমান সমান।
অদা – (বিশেষণ) আদ্র; সমতলভূমির ঈষদুচ্চ অংশ; জলাশয় বানদীতলের ঈষদুচ্চ অংশ।
অদানা – (ক্রিয়া) আদ্র হওয়া; নরম হওয়া; মিয়ান।
অদাপানা – (ক্রিয়া) দুর্বল বা নির্বিরোধী মনে করা।
অদাহ্ – (অব্যয়) কথার মাত্রাবিশেষ; যেমন অদাহ্ কইয়ং (বলিয়াছিলামতো)
অদিন – (বিশেষ্য) দুর্দিন; প্রপৌত্রের পৌত্র।
অধক – (বিশেষ্য) তা দেওয়ার হাঁসমুরগীর খাঁচা।
অধম / অধ্রম্ – (বিশেষণ) হীন; অধম; অনুপযুক্ত।
অন°ছন° – (বিশেষণ) চঞ্চল (ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য); অবোধ।
অনতিত্যা – (বিশেষণ) অভাব; অনুপযোগী; অসুবিধাজনক; কোনদিকে খাটেনা এমন। (তুলনীয়) অনটন।
অন°পিন° – অনতিত্যা দেখ।
অফল্ – (বিশেষ্য) তুঁত গাছের ফল।
অফির্তি – (বিশেষণ) অব্যর্থ।
অবাং – (বিশেষণ) মোট; একুনে; সমস্ত।
অবাংপাধারে – (বিশেষণ) ইতস্ততঃ বিক্ষিপ্ত; ছড়ানো ছিটানো।
অবিরিক্বারাক্ – (বিশেষণ) বীভৎস; বিকট।
অ-ভ – (বিশেষ্য) ভাব; অবস্থার ভালমন্দ দিক।
অভক্বক্ – (বিশেষণ) প্রয়োজনাতিরিক্ত পরিমাণ।
অভর্তভর্ – (বিশেষণ) বিশৃঙ্খলাপূর্ণ; ঝঞ্ঝাটপূর্ণ; খুঁটিনাটি প্রক্রিয়াযুক্ত।
অভেদর্ – (বিশেষণ) অগোছালে; উচ্ছৃঙ্খল।
অমকদ / অমকত্যা – (বিশেষণ) গোঁয়ার; প্রচন্ড; ডানপিটে; কঠোর।
অমলক্যা – (বিশেষণ) চঞ্চল; পাগলাটে।
অমি – (বিশেষণ) আনাড়ী; বোকা। <উম্মী (আরবী)।
অয়-অয় – (অব্যয়) মুরগীর প্রতি আহবান সূচক ধ্বনি। < আয় আয়।
অরল্ (ডাদ)-(বিশেষণ) ময়লা জমিয়া বা প্রদাহের ফলে পুরু হইয়াছে এমন (গায়ের চামড়া)।
অরল্ সাপ – (বিশেষ্য) এক প্রকার সাপ।
অরলী – (বিশেষ্য) লাল রঙের এক প্রকার বিষাক্ত পিপড়া। (তুলনীয়) উরুলী (চট্টগ্রাম) এবং ওরোলা (ঢাকা)।
অলংথেগা – (বিশেষণ) অনিশ্চিত; অনির্ধারিত; অরক্ষিতভাবে; অভিভাবকহীন অবস্থায়।
অলড় – (বিশেষণ) অনড়।
অলা – প্রত্যয় বিশেষ; ওয়ালা। যেমন পয়ঝা-অলা; (পয়সা ওয়ালা)।
অলাক – (বিশেষণ) দাদ জাতীয় এক প্রকার চর্ম রোগ।
অলানা – (ক্রিয়া) চূলা হইতে নামানো। < অবতারণ।
অলি – (বিশেষ্য) ঘুম পাড়ানী গান।
অসাধ্য – (বিশেষণ) অসম্ভব রকম; অজস্র (অর্থপ্র)।
অস্ত-অলঙ্কার – (বিশেষ্য) বিবিধ অলঙ্কার। < অর্ঘ (বিবিধ অর্থে) + অলঙ্কার।
অস্তাদ্ – (বিশেষ্য) দক্ষ < ওস্তাদ।
অহ্ – (অব্যয়) ইতিবাচক; উত্তর পাইবার নিমিত্ত ব্যবহৃত শব্দ। (তুলনীয়) হাঁতো।
অহ্ক / হক – (অব্যয়) বমির শব্দ; ওয়াক।
অম্বয় – (অব্যয়) ইতিবাচক উত্তর পাইবার নিমিত্ত শব্দ; হাঁতো।
অহ্ – (অব্যয়) অম্বয় এর উচ্চারণভেদ।
অহ্য় – (অব্যয়) অম্বয় এর উচ্চারণভেদ।
Leave a Reply