(আ-ব) [ফারসী] [বিশেষ্য] [পুংলিঙ্গ] পানি, জল, ঘর্ম, অশ্রু, খাঁটি মদ, ঝোল, পুষ্পরস, ঔজ্জ্বল্য, প্রভা, দ্বীপ্তি, মসৃণতা, তলোয়ারের কাঠিন্য।
(আব আব করনা) লজ্জিত হওয়া, লজ্জা দেয়া, নম্র করা।
(আব আব হোনা) [ক্রিয়ামূল] পানি পানি হওয়া, ঘর্মসিক্ত হওয়া, নিরুপায় হওয়া, ভড়কে যাওয়া।
(আবতাব) [বিশেষ্য] [পুংলিঙ্গ] উজ্জ্বলতা, দীপ্তি।
(আব্) [আরবী] [বিশেষ্য] [পুংলিঙ্গ] বাবা, পিতা। (আব-আব) পূর্ব পুরুষগণ, বাপদাদা, চৌদ্দ খান্দান।
(আব্) [হিন্দী] [ক্রিয়া বিশেষণ] এখন, বর্তমানে, এই সময়, এক্ষণে।
{আবতাব লাগনা (হোনা)} [ক্রিয়ামূল] মৃত্যুদ্বারে উপস্থিত হওয়া।
(আব-আ-ইয়ে) এখন আসুন।
(আব-আ-য়ে) এখন এলেন, কিছুক্ষণ আগে এসেছেন।
Leave a Reply