শ্ৰীহৰ্ষ (১১শ শতাব্দী)। পিতার নাম–মেধাতিথি বা তিথিমেধা। তাঁর রচিত ‘নৈষধচরিত’ গ্ৰন্থটিকে প্রাচীন ভারতের ৫টি মহাকাব্যের অন্যতম বলা হয়। গ্রন্থটি থেকে তৎকালীন বাঙ্গালীর সামাজিক আচার-বিষয়ে বহু তথ্য জানা যায়। দর্শনের উপর তাঁর ‘খণ্ডন-খণ্ড-খাদ্য’ গ্রন্থখানি পূর্বভারতে নৈয়ায়িক মহলে দীর্ঘকাল অবশ্যপাঠ্যরূপে প্রচারিত ছিল। তাঁর বাঙালীত্ব সম্বন্ধে মতদ্বৈধ আছে।
পূর্ববর্তী:
« শ্ৰীহরিচরণ দাস
« শ্ৰীহরিচরণ দাস
পরবর্তী:
ষষ্ঠীদাস মজুমদার, কবিরাজ »
ষষ্ঠীদাস মজুমদার, কবিরাজ »
Leave a Reply