শ্ৰীশ মণ্ডল (? — ১৯৫৮)। সুন্দরবন কৃষক আন্দোলনের প্রথম সাংগঠনিক নেতা। মেদিনীপুরের লবণ আন্দোলনের অন্যতম কর্মী হিসাবে কারাবরণ করেন। ১৯৩৫ খ্রী. তাঁর নেতৃত্বে কৃষক আন্দোলন গড়ে ওঠে। এই কৃষক আন্দোলনই ক্রমে খাস জমি দখলের লড়াইয়ে পর্যবসিত হয় ‘উচিলদহে’। পরবর্তী অধ্যায়ে ১৯৪৩/৪৪ খ্রী. তেভাগা আন্দোলন ও জলক (মেছোঘেরীর বিরুদ্ধে) আন্দোলন সংগঠন করেন। ১৯৫৮ খ্রী. গোবেড়িয়ার মেছোঘেরী দখলের আন্দোলন শুরু হয়। এইসময়ে রোগাক্রান্ত হয়ে তিনি মারা যান।
পূর্ববর্তী:
« শ্ৰীরাম শিরোমণি, মহামহোপাধ্যায়
« শ্ৰীরাম শিরোমণি, মহামহোপাধ্যায়
পরবর্তী:
শ্ৰীশচন্দ্র চট্টোপাধ্যায় »
শ্ৰীশচন্দ্র চট্টোপাধ্যায় »
Leave a Reply