শ্ৰীশচন্দ্র রায় (আনুমানিক ১৮২০ — ১৮৫৮)। নদীয়ার রাজা গিরিশচন্দ্রের দত্তকপুত্র। ২২ বছর বয়সে সম্পত্তির অধিকারী হয়ে তিনি দেওয়ান কার্তিকেয়চন্দ্র রায়ের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে বিষয় রক্ষা করেন। ধর্মসংস্কার ও শিক্ষা-প্ৰসারের কাজে বিশেষ উৎসাহী ছিলেন। কৃষ্ণনগর ব্ৰাহ্মসমাজ স্থাপনের তিনি অন্যতম উদ্যোক্তা। কৃষ্ণনগর কলেজ প্রতিষ্ঠার জন্য ভূমি দান করেছিলেন। আগে রাজপরিবারের ছেলেদের জন্য পৃথক শিক্ষাব্যবস্থা ছিল, কিন্তু তিনি শিক্ষাক্ষেত্রে সর্বশ্রেণীর সমতারক্ষার জন্য ঐ নিয়ম উঠিয়ে দেন ও নিজপুত্ৰ সতীশচন্দ্রকে সাধারণের সঙ্গে একই কলেজে পড়ান। মহারাজা শিবচন্দ্রের পর তিনিই ইংরেজ সরকার কর্তৃক ‘মহারাজা’ উপাধিতে ভূষিত হন।
পূর্ববর্তী:
« শ্ৰীশচন্দ্র মজুমদার
« শ্ৰীশচন্দ্র মজুমদার
পরবর্তী:
শ্ৰীশচন্দ্র রায়, বেদান্তভূষণ »
শ্ৰীশচন্দ্র রায়, বেদান্তভূষণ »
Leave a Reply