শ্ৰীশচন্দ্ৰ মিত্র (হাবু) (? – ১৯১৫?) রসপুর-হাওড়া। বিখ্যাত রডা কোম্পানীর কর্মচারী ছিলেন। বিপ্লবীদের দ্বারা ২৬৮-১৯১৪ খ্রী. রডা কোম্পানী থেকে মশার পিস্তলের বাক্স অপহরণে তাঁর প্রত্যক্ষ সহায়তা ছিল। দলের নির্দেশে রংপুর জেলার নাগেশ্বরী থানার কুড়িগ্রামে আত্মগোপন করে থাকেন। পরে পুলিসের হাত এড়িয়ে চীনদেশে প্রবেশের সময় সম্ভবত সীমান্ত রক্ষিবাহিনীর গুলিতে মারা যান। তিনি হাবু মিত্র নামে পরিচিত ছিলেন।
পূর্ববর্তী:
« শ্ৰীশচন্দ্ৰ বিদ্যারত্ন
« শ্ৰীশচন্দ্ৰ বিদ্যারত্ন
পরবর্তী:
শ্ৰীহরিচরণ দাস »
শ্ৰীহরিচরণ দাস »
Leave a Reply