শ্ৰীশচন্দ্ৰ বিদ্যারত্ন। খাঁটুরা-চব্বিশ পরগনা। খ্যাতনামা কথক রামধন তর্কবাগীশ। সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন। ১৮৫৬ খ্রী. পণ্ডিত ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগরের চেষ্টায় বিধবা-বিবাহ আইন সরকারী অনুমোদন লাভ করলে শ্ৰীশচন্দ্ৰ প্ৰচলিত সামাজিক প্রথা ও সংস্কার অগ্ৰাহ্য করে সর্বপ্রথম বিধবা-বিবাহ করতে অগ্ৰণী হন। ৭-১২-১৮৫৬ খ্রী. কলিকাতায় রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের সুকিয়া স্ট্রীটের বাড়িতে বিদ্যাসাগর, রমাপ্রসাদ রায়, নীলকমল মুখোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ, প্যারীচাঁদ মিত্র, রামগোপাল ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বর্ধমানের বাল-বিধবা কালীমতীকে তিনি বিবাহ করেন। রক্ষণশীল হিন্দুদের পক্ষ থেকে এই বিবাহ পণ্ড করার চেষ্টা হলেও পুলিস-প্রহরা থাকায় কোন বিঘ্ন ঘটে নি। বিবাহের অধিকাংশ ব্যয়ভার বিদ্যাসাগর মহাশয় বহন করেছিলেন।
পূর্ববর্তী:
« শ্ৰীশচন্দ্ৰ বসু, বিদ্যার্ণব
« শ্ৰীশচন্দ্ৰ বসু, বিদ্যার্ণব
পরবর্তী:
শ্ৰীশচন্দ্ৰ মিত্র (হাবু) »
শ্ৰীশচন্দ্ৰ মিত্র (হাবু) »
Leave a Reply