শ্ৰীশচন্দ্ৰ পাল (আনুমানিক ১৮৮৭ –- ১৩-৪-১৯৩৯) মূলবৰ্গ-ঢাকা। শরৎচন্দ্ৰ। ১৯০৫ খ্রী. গুপ্ত বিপ্লবী দলে যোগ দেন। নন্দলাল হত্যা, মুরারি হত্যা, ওব্রায়েন হত্যাপ্রচেষ্টা, রডা অস্ত্ৰ-অপহরণ-ষড়যন্ত্র প্রভৃতিতে তাঁর সক্রিয় প্রধান ভূমিকা ছিল। বহুদিন পলাতক জীবন কাটানোর পর ১৯১৬ খ্রী গ্রেপ্তার হন। ১৯১৯ খ্রী অসুস্থ অবস্থায় মুক্তি পান। এরপর পুলিসের চোখে নিরীহ অসুস্থ সেজে থাকলেও বাঙলার গুপ্ত বিপ্লবী দল বি.ভি.-র সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত ছিল। নেতাজী সুভাষচন্দ্রের একনিষ্ঠ অনুরাগী ভক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« শ্ৰীশচন্দ্ৰ নন্দী
« শ্ৰীশচন্দ্ৰ নন্দী
পরবর্তী:
শ্ৰীশচন্দ্ৰ বসু, বিদ্যার্ণব »
শ্ৰীশচন্দ্ৰ বসু, বিদ্যার্ণব »
Leave a Reply