শ্ৰীশচন্দ্ৰ দত্ত (১০-২-১৮৮৩ -– ১৯৬১) সাজান/স্বজনগ্রাম–শ্ৰীহট্ট। প্ৰকাশচন্দ্ৰ। শ্ৰীহট্টের মুরারিচাঁদ কলেজ থেকে এফএ (১৯০১) ও কলিকাতা মেট্রোপলিটান কলেজ থেকে বি.এ. পাশ করেন। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সূত্রে জাতীয় কংগ্ৰেসে আসেন এবং ১৯৪৭ খ্রী. পর্যন্ত কংগ্রেসের একনিষ্ঠ সেবক ছিলেন। ১৯০৬ খ্রী. শ্ৰীহট্টে একটি ন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করে ১৯১২ খ্রী. পর্যন্ত সেখানে শিক্ষকতা করেন। এরপর করিমগঞ্জে আসেন এবং জীবনের অবশিষ্টাংশ। এখানেই অতিবাহিত হয়। ইউরোপীয় সাহেবদের একচেটিয়া কারবার ভাঙ্গার জন্য কয়েকজন বন্ধুর সঙ্গে চা-বাগান কেনেন। এই চা-বাগান বিপ্লবীদের আত্মগোপনের কাজেও ব্যবহৃত হত। তিনি অসহযোগ আন্দোলনে, আইন অমান্য এবং ‘ভারত-ছাড়’ আন্দোলনের সময়ে করিমগঞ্জে নেতৃত্ব দিয়েছিলেন। একবার কারাবরণ করেন। চা-বাগানের শ্রমিক ধর্মঘট এবং আসাম-বেঙ্গল রেল ধর্মঘটের সময়ে রেলওয়ে শ্রমিকদের সাহায্য করেন। ১৯২৭ খ্রী. সুরমা উপত্যকার প্রতিনিধি-রূপে কেন্দ্রীয় আইন সভায় নির্বাচিত হন। করিমগঞ্জে বহু জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। করিমগঞ্জে পাবলিক স্কুল ও মদনমোহন-মাধবচরণ বালিকা বিদ্যালয়ের তিনি প্রতিষ্ঠাতা।
পূর্ববর্তী:
« শ্ৰীশচন্দ্ৰ চৌধুরী
« শ্ৰীশচন্দ্ৰ চৌধুরী
পরবর্তী:
শ্ৰীশচন্দ্ৰ নন্দী »
শ্ৰীশচন্দ্ৰ নন্দী »
Leave a Reply