শ্ৰীশচন্দ্ৰ চৌধুরী (১৮৫০ — ১৯৩১) আমাদপুর-বর্ধমান। ১৮৭১ খ্রী. ইংরেজীতে এম.এ. পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করেন। আইন পাশ করে কলিকাতা হাইকোর্টে ওকালতি শুরু করেন এবং সুপ্ৰসিদ্ধ উকিল রূপে পরিগণিত হন। ১৯০৫ খ্রী. ‘স্বদেশী ও বয়কট’ আন্দোলনে অংশ গ্ৰহণ করেন। জনহিতকর বহু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে জনসাধারণের সেবা করেছেন। শিক্ষাক্ষেত্রে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি ফ্যাকাল্টি অফ ল-এর মেম্বার, সিনেটের সভ্য ও আজীবন অনারারি ফেলো ছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তিনি ব্ৰাহ্ম সমাজের আচাৰ্যপদে মনোনীত হন। তিনি একজন সাহিত্যিকও ছিলেন।
পূর্ববর্তী:
« শ্ৰীশচন্দ্ৰ ঘোষ
« শ্ৰীশচন্দ্ৰ ঘোষ
পরবর্তী:
শ্ৰীশচন্দ্ৰ দত্ত »
শ্ৰীশচন্দ্ৰ দত্ত »
Leave a Reply